close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম গ্রেপ্তার

Sujat Molla avatar   
Sujat Molla
কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীয় মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে ..

কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীয় মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মাদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মিরপুর মডেল থানার সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে নূরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করা হয়েছে।

 

নূরে আলম সিদ্দিকী হক রাজবাড়ীর কালুখালী উপজেলার মুর্গী ইউনিয়নের গাংবহুন্দিয়া গ্রামের সরদার আমজাদ হোসেনের ছেলে। তিনি রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নূরে আলম সিদ্দিকী হক ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি এবং রাজবাড়ীর দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও প্রকাশক:

Không có bình luận nào được tìm thấy


News Card Generator