কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় ২২ মে, বৃহস্পতিবার জয়কা ইউনিয়নের নানশ্রী ও নোয়াবাদ ইউনিয়নের উলুখলা এ দুটি ব্লকের আওতাধীন কৃষকদের দক্ষতা উন্নয়নে পরিচালিত 'পার্টনার ফিল্ড স্কুল' (PFS) কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মিজানুর রহমান, উপসহকারী কৃষি অফিসার মইনুল হোসেন, উপসহকারী কৃষি অফিসার ওয়াহিদুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার দিলোয়ারা হাফিজ, উপসহকারী কৃষি অফিসার মো. মশিউর রহমান তুহিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুল কৃষকদের হাতে-কলমে শিক্ষা দিয়ে তাদের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বৃদ্ধি ও পরিবেশবান্ধব চাষাবাদে এই প্রকল্প অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে প্রতিটি ব্লকে প্রশিক্ষণপ্রাপ্ত (২৫+২৫) মোট ৫০জন কৃষকদের মাঝে সনদপত্র ও সম্মানী তুলে দেয়া হয়। কৃষক প্রতিনিধিরা জানান, এই স্কুলের মাধ্যমে তারা নতুন প্রযুক্তি, বালাইনাশক ব্যবস্থাপনা ও সুষম সারের ব্যবহার সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেছেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
করিমগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত....


কোন মন্তব্য পাওয়া যায়নি