close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

করিমগঞ্জে বিষপানে যুবকের আত্নহত্যা

KUTUB UDDIN AHMED avatar   
KUTUB UDDIN AHMED
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রীপ গ্রামে বিষপানে আব্দুল আজিজ (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।..

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রীপ গ্রামের আব্দুল লতিবের ছেলে আব্দুল আজিজ (১৮) নামের যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। স্থানীয় সুত্রে জানা গেছে যে আব্দুল আজিজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩:০০ টার দিকে বিষপান করেছেন। তার বিষক্রিয়ার লক্ষণ বুঝতে পেরে স্থানীয়রা তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সন্ধ্যা ৬:০০ টার দিকে তার মৃত্যু হয়। নোয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা কামাল জানান যেহেতু পরিবারিক কোন অভিযোগ নাই সেমতে পারিবারিক সিদ্ধান্তক্রমে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ গ্রহণ করে বাড়িতে নিয়ে আসে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator