close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ক্রিকেটে এইবার এক ম্যাচে তিনটি সুপার ওভার

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
এক ম্যাচে তিন টি সুপার ওভার। ক্রিকেটে আগে যা দেখা যায়নি, তা এইবার দেখা গেলো। ত্রি দেশীয় টি ২০ সিরিজে মঙ্গলবার (১৭ জুন) নাটকীয় ভাবে নেপাল কে হারিয়েছে নেদারল্যান্ডস।..

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে নেদারল্যান্ডস। ইনিংসের শুরুটা দারুণ করেন মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড। মাঝপথে তেজা নিদামানুরুর ৩৫ ও শেষ দিকে সাকিব জুলফিকার মাত্র ১২ বলে ঝড়ো ২৫ রানে ভর করে লড়াকু পুঁজি পায় ডাচরা। নেপালের পক্ষে ৩ উইকেট নেন সান্দীপ লামিচানে।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়ে নেপাল। এরপর কুশল ভুর্তেল ও রোহিত পোড়েল কিছুটা সামাল দিলেও, ড্যানিয়েল ডোরামের ১৪ রানে ৩ উইকেট নিয়ে আবারও ম্যাচে ফেরে নেদারল্যান্ডস। শেষদিকে নন্দন যাদবের ব্যাটে শেষ ওভারে আসে ১৬ রান, ম্যাচ গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারে কুশল ভুর্তেলের ব্যাটে ১৯ রান তোলে নেপাল। জবাবে লেভিট ও ও’ডাউড মিলে একই রান তুলে ম্যাচ আবার সমতায় ফেরান। দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস তোলে ১৭ রান, কিন্তু শেষ বলে দীপেন্দ্র সিং এরির ছক্কায় আবারও সমতায় ফেরে নেপাল।

অবশেষে তৃতীয় সুপার ওভারে আসে নাটকীয় সমাপ্তি। ডাচ বোলার জ্যাক লায়ন-ক্যাশ প্রথম দুই বলেই তুলে নেন রোহিত পোড়েল ও রূপেশ সিংয়ের উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নেদারল্যান্ডসকে জয় এনে দেন মাইকেল লেভিট।

এই ম্যাচটি পুরুষদের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ইতিহাসের প্রথম ম্যাচ, যেখানে জয় পেতে একটি দলকে তৃতীয় সুপার ওভার পর্যন্ত যেতে হয়েছে।

No comments found