close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য: তোপের মুখে পরিচালক নাজমুলকে শোকজ, বিপিএল বয়কটের হুমকি কোয়াবের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বৃহস্পতিবার এক বিবৃতিতে বোর্ড নাজমুলের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এবং ক্রিকেটারদের প্রতি সম্মান ও পেশাদারিত্বের কথা পুনর্ব্যক্ত করে।..

ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে অবশেষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (CWAB) কঠোর আল্টিমেটাম ও বিপিএল বয়কটের হুমকির মুখে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিসিবি।

আজ থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ঢাকা পর্ব নিয়ে শঙ্কা দেখা দিলেও বিসিবি আশা করছে, খেলোয়াড়রা পেশাদারিত্ব বজায় রেখে মাঠে থাকবেন।

নাজমুলের বিতর্কিত মন্তব্য ও তোলপাড় বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘ওরা যদি কিছুই না করতে পারে, ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, ওই টাকা কি আমরা ফেরত চাই? উত্তর দেন আমাকে। তাহলে বিশ্বকাপে না খেললে ক্ষতিপূরণ কেন দেব!’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের কোনো ব্যাখ্যা নেই। ক্ষতিপূরণের প্রশ্ন তুলতেই পারবে না ওরা। একটা বৈশ্বিক কাপ আনতে পেরেছে? তাহলে তো এটাও বলতে পারি যে, তোমাদের পেছনে যা খরচ করেছি তা তোমাদের কাছ থেকে নিতে থাকি।’’

এর আগেও তিনি জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যায়িত করেছিলেন, যা নিয়ে ক্রিকেটপাড়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

কোয়াবের কঠোর হুঁশিয়ারি নাজমুলের ধারাবাহিক আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কঠোর অবস্থান নেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনের সভাপতি মিঠুন আল্টিমেটাম দিয়ে বলেন, ‘‘একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই খেলোয়াড়দের নিয়ে এভাবে কথা বলতে পারেন না। আমরা দ্রুত তার পদত্যাগ চাই। উনি আজ (বৃহস্পতিবার) বিপিএলের প্রথম ম্যাচের আগে যদি পদত্যাগ না করেন, তবে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।’’

বিসিবির পদক্ষেপ ও শোকজ কোয়াবের এই হুমকির পরই নড়েচড়ে বসে বিসিবি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বোর্ড নাজমুলের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এবং ক্রিকেটারদের প্রতি সম্মান ও পেশাদারিত্বের কথা পুনর্ব্যক্ত করে।

বিবৃতিতে জানানো হয়, ‘‘সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হবে।’’

বিপিএল নিয়ে শঙ্কা ও বিসিবির আহ্বান আজ থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে বিসিবি এক বিবৃতিতে ক্রিকেটারদের বিপিএল ও বোর্ডের প্রধান অংশীদার হিসেবে উল্লেখ করে তাদের পেশাদার মনোভাব বজায় রাখার আহ্বান জানিয়েছে। বোর্ড আশা করছে, টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে খেলোয়াড়রা সহযোগিতা করবেন।

No se encontraron comentarios


News Card Generator