close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কোম্পানীগঞ্জে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধ, 

 

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ মে) বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত তিনটি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিকাল সড়ে তিন টায় ভোট গননা শুরু হয়ে। এ সময় ভোটারদের মধ্যে উত্তেজনা ছিলো চোখে পড়ার মতো।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন  শেখ ফরিদ আহমেদ (২১৩) ও মোহাম্মদ আলমগীর হোসাইন (১৫৮)। সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোট পেয়েছেন  মোহাম্মদ নূরুল ইসলাম (২৭৮)এবং মোহাম্মদ সাইফুল আলম(৯৬)। সাংগঠনিক সম্পাদক পদের জন্য প্রার্থী হয়ে ভোট পেয়েছেন  মোঃ বেলায়েত হোসেন(২৭৯) ও মোহাম্মদ আলী(৯৩)।

যানা যায় উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির মোট ভোটার সংখ্যা ৫৪৭ জন। ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে ৪৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 
সরা দিন মোট ভোট কাস্টিং হয়ে ৩৭৪ ভোট। এ-র মধ্যে যাচাই বাছাইয়ে বাদ পড়ে (১) টি। যাচাই-বাছাইয়ের পর  মোঃ জাহাঙ্গীর আলম (প্রধান শিক্ষক -চরকঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ) ফলাফল আনুষ্ঠানিক ঘোষণা করেন। 

নির্বাচনের দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার মাঈন উদ্দিন এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পুরো প্রক্রিয়া জুড়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং শিক্ষকরা উৎসবমুখর পরিবেশে ভোট দেন।

 

 

کوئی تبصرہ نہیں ملا