শ্যামনগর কৈখালী বিনা মূল্যে চক্ষু চিকিসা সেবা ক্যাম্প
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২৪ এপ্রিল) দিন ব্যাপী কৈখালী ইউপিতে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপ এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
পূর্ব কৈখালী সাপখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় দুইশত রোগিকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম পরিচালনা করেন শ্যামনগর এসকে ডিজিটাল চক্ষু সেবা কেন্দ্র।
এ সময় উপস্থিত ছিলেন সাপখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ বিল্যাহ, সহকারী শিক্ষক ইয়াছিনুর রহমান, সংগঠনের পরিচালক আলফাত হোসেন, সভাপতি সোহেল রানা, উপদেষ্টা আবুল হোসেন,সাধারণ সম্পাদক আবু ইছা প্রমুখ।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			