close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ শিক্ষক গ্রেফতার।

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

দশ হাজার ইয়াবা সহ উখিয়ার বালুখালী থেকে এক যুবক’কে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।

সোমবার (১৯ মে) বিকেলে জেলার উখিয়া উপজেলার বালুখালী হিন্দু পাড়া সড়কের মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলার সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ (২৫), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১নং ওয়ার্ড এর মৃত রমজান আলীর পুত্র। এ ঘটনায় মাদক প্রতিরোধ আইনে উখিয়া থানায় দায়ের করা মামলায় রশিদ সহ ছালামত উল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে ‘পলাতক আসামী’ করা হয়েছে।

পরিবারসূত্রে জানা যায়, রশিদ দীর্ঘদিন ধরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক এনজিও সংস্থার অধীনে পরিচালিত স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত।

রশিদের স্ত্রী জিসান আক্তার গণমাধ্যমদের বলেন, ‘আমার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে, তিনি মাদক ব্যবসায় জড়িত নয়। কোনো রকমে তাঁর অল্প বেতনে সংসার চলে, জানিনা সন্তান নিয়ে এখন কি করবো।’

এব্যপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আটক দেখিয়েছি। আটককৃত আসামি থানাতেই আছে, তাকে উক্ত মামলায় আদালতে তোলা হবে।’

এঘটনায় সুষ্ঠু তদন্ত করে সত্য উদঘাটনের মাধ্যমে প্রশাসনের কাছে রশিদের মুক্তি দাবী করেছে এলাকাবাসী ও পরিবার।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator