close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কক্সবাজারে মুক্তিপণের টাকা দিতে না পারায় কিশোরকে হত্যা।..

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের হোটেল মোটেল জোনের লাইট হাউজ রিসোর্ট নামক এক আবাসিক হোটেল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (০৫ জুন) সন্ধার পর হাত পা বাঁধা অবস্থায় উক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  ইলিয়াস খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘নিহত  কিশোরের নাম আব্দুল হালিম রিয়াদ। নিহতের ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং কে বা কারা এর সঙ্গে জড়িত তাদের আটকে পুলিশের অভিযান চলছে।’

নিহত রিয়াদের চাচা মো. আলমগীর জানান, ‘আব্দুল হালিম রিয়াদ গত ৪ মাস ধরে কক্সবাজার বাস টার্মিনালে ব্রাক অফিসে প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষ করে এক শিক্ষকের মাধ্যমে চাকরির জন্য পরিচয় হয় তালহা নামের এক কিশোরের সাথে। ওই কিশোর রিয়াদকে রয়েল পার্ক সুইট হেটেলে জীবন বৃত্তান্ত নিয়ে আসতে বলে। পরবর্তীতে রিয়াদ জীবনবৃত্তান্ত নিয়ে আসলে তাকে অপহরণ করা হয়।’

মো. আলমগীর আরও বলেন, ‘পরবর্তীতে ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করা হয়। এই নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। পরে মুক্তিপণ দেওয়ার দেন-দরবার এর মধ্যেই হোটেল মোটেল জোনের লাইট হাউজ রিসোর্টের একটি কক্ষ থেকে হাত পা বাঁধা অবস্থায় রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ।’

নিহত রিয়াদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


کوئی تبصرہ نہیں ملا