সারাদেশে চলমান তাপপ্রবাহ। আর এই তাপদাহের মধ্যে কক্সবাজারের পেকুয়ায় অসুস্থ হয়ে ‘হিট স্ট্রোকে’ মো. রাশেদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মনজুর আলমের ছেলে। বাড়ির উঠানে কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পেকুয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
পেকুয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, ‘অতিরিক্ত গরমে ওই তরুণ হিটস্ট্রোক করেছেন। তাকে সকালে পেকুয়া জেনারেল হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। তবে বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় পৌঁছানোর পর রাশেদের মৃত্যু হয়েছে।’
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Nessun commento trovato



















