কক্সবাজারে কলেজ ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলার সদর উপজেলার সামনে হার্ভাড কলেজে এঘটনা ঘটে। 
আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ৩ টার পর হার্ভাড কলেজের পাশে একটি ছাত্রাবাসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত শিক্ষার্থী হারুন উর রশিদ মনির (২১) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঝালিয়াপালং গ্রামের মজিবুল হকের পুত্র এবং হার্ভাড কলেজের শিক্ষার্থী। 
স্থানীয়রা জানান, উক্ত ছাত্রাবাসে দুই বন্ধু মিলে থাকত। আজ দুপুর নাগাদ অপর বন্ধু রুমের দরজা খুললে মনিরের মরদেহ ঝুলতে দেখতে পান। তবে এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। মনিরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের পরিবার একই দাবি করে জানান, মনিরকে হত্যা করা হয়েছে। মনির আত্মহত্যা করার মতো ছেলে নন। 
পুলিশ বলেন, প্রাথমিকভাবে হত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর কাজ চলমান। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে রুমমেটকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে রেখেছি। 
  
    close
  
  
         
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Walang nakitang komento
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			