close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কক্সবাজারে এক লক্ষ ইয়াবাসহ ওয়ার্ড যুবদলের আহবায়ক গ্রেফতার।..

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবাসহ এক যুবদল নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (২৮ মে) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মে রাত সাড়ে ১২ টায় উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা মেইন রোডে ব্লক দিয়ে থামানোর চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী থামার পরিবর্তে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্য পিছন থেকে বাঁশ দিয়ে আঘাত করলে ঐ যুবক ঘটনাস্থলে পড়ে যায়। এসময় তার কাঁধে থাকা ব্যাগে প্লাস্টিকের ট্যাপ দিয়ে প্যাঁচানো ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের রবিউল হোছেন ছেলে মোঃ ইকরাম (২৯)। সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী গণমাধ্যমদের বলেন, ‘দীর্ঘদিন ধরে হ্নীলা ইউনিয়ন কমিটি স্থগিত আছে। ওই স্থগিত কমিটির অনুমোদন দেওয়া কমিটির হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৬নং ওয়ার্ডের আহবায়ক ছিলেন আকরাম। যেহেতু যুবদলের নাম এসেছে সেহেতু তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যাতে ভবিষ্যতে কোনদিন যুবদল করতে না পারে।’

পরবর্তীতে আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





Walang nakitang komento