close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কক্সবাজারে বড় ভাইদের ছুরিকাঘাতে ছোট ভাই খুন!

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনি, কক্সবাজার  

 

 

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে শওকত ওসমান (২৩) কে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন)  সকাল ৯ টার দিকে ভারুয়াখালী এবং রশিদনগর লাগোয়া রেলপথ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হওয়ার শওকত ওসমান আদর্শ গ্রামের মৃত হামিদ হোসেনের পুত্র।

নিহত শওকত ওসমানের মা জানান, পৈতৃক ভিটায় ঠাঁই না হওয়ায় তিন পুত্রের জন্য পাশে একটি ভিটা ক্রয় করেন রেহানা বেগম। এই ভিটার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাহিত দুই বড় ভাই কাউসার ওসমান ও সাইফুল ইসলামের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় অবিবাহিত ছোট ভাই শওকত ওসমানের। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এই বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই বড় ভাই মিলে এলাকার এক দোকানে অবস্থানকালে শওকত ওসমানকে নির্মমভাবে ছুরিকাঘাত করে।

এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ তৈবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একদল পুলিশ পাঠানো হয়। তারা মৃতদেহে দর সুরতহার রিপোর্ট করেছেন। নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।’

没有找到评论


News Card Generator