কক্সবাজার সমুদ্র সৈকতের সায়মন বীচ পয়েন্টে একসাথে গোসলে নেমে বাবা ছেলের মৃত্যু হয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইলিয়াস খান। ওসি ইলিয়াস খান জানান, আজ সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছেন বলে আপাতত জানতে পেরেছি।
নিহতদের উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বিডিনিউজকে জানান, বাবা ছেলে একসাথে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে। একপর্যায়ে মৃত্যু বরণ করেন।
নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy



















