কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। আজ শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইজিপি রোডস্থ তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি গণমাধ্যমকে জানান, সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা প্রায় মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাকে।
বাহদুর জুলাই আনদোলনের সময় সরাসরি ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করেছিলেন।
Geen reacties gevonden