কুতুবদিয়া নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে বিশেষ মানবিক আবেদন জানানো হয়েছে নার্সিং শিক্ষার্থী জিহানুর চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে নার্সিং ইনস্টিটিউটে ১ম বর্ষের ছাত্রী জিহানুর কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কুতুবদিয়া কলেজের প্রাক্তন ছাত্রী জিহানুর স্বপ্ন দেখতেন একজন সেবিকা হয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর। কিন্তু এখন নিজের জীবনই সংকটে।
চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন অপারেশন ও কেমোথেরাপি, যার ব্যয় বহন করা জিহানুরের পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই কুতুবদিয়ার সকল শিক্ষার্থী, প্রবাসী, হৃদয়বান ব্যক্তি ও মানবপ্রেমীদের প্রতি আবেদন—আপনার ছোট্ট একটি সহায়তা এই মেয়েটিকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন।
যোগাযোগের জন্য:
রোগীর মা: 01897874350 (নগদ/বিকাশ পার্সোনাল)
রোগীর বাবা:01822858409 (বিকাশ পার্সোনাল)
আসুন, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
No comments found