দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করে চলেছেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের বাসিন্দা বাবুল মিয়া (৪৫)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবুল মিয়া অসুস্থ হয়ে পড়ায় তার পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে তার চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। বিভিন্ন জায়গায় চিকিৎসা করে তিন সন্তানসহ ৫ সদস্যের এই পরিবারটি সহায় সম্বল হারিয়ে এখন নি:স্ব। বাবুল মিয়ার জীবন এখন জীবন মরণের সন্ধিক্ষণে। মো. বাবুল মিয়ার সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের সংগঠন ‘আমরা প্রবাসী’ মানবিক দায়িত্ববোধ থেকে তার পাশে দাঁড়ায়। সংগঠনের সভাপতি মালয়েশিয়ান প্রবাসী সাজ্জাদ হাসান নবীন জানান, “আমরা প্রবাসীরা বিদেশে থাকলেও দেশের মানুষের প্রতি দায়িত্ব ও ভালোবাসা কখনো ভুলে যাই না। বাবুল মিয়ার অসুস্থতার খবর পেয়ে আমরা দ্রুত তহবিল সংগ্রহের উদ্যোগ নেই। সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়, যা ইতোমধ্যেই বাবুল মিয়ার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” তিনি আরও জানান, বাবুল মিয়ার চিকিৎসার জন্য ভবিষ্যতেও প্রয়োজনে সহায়তা অব্যাহত থাকবে। আমরা প্রবাসী সংগঠনের সদস্যদের সহায়তায় সংগঠনের সহ সাধারণ সম্পাদক মো. রুবেলের মাধ্যমে আজ ৯ মে,২০২৫ শুক্রবার নগত ১৫ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন রাইসুল ইসলাম রাসেল,আফ্রিদি হাসান অনিক, মো. রাজু, আল আমীনসহ অন্যান্য এলাকাবাসী। বাবুল মিয়ার স্ত্রী বলেন, “আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। কোথা থেকে কীভাবে চিকিৎসার খরচ জোগাড় করবো, এ-ই ছোট ছোট তিনটি সন্তান নিয়ে কীভাবে বাঁচবো বুঝতে পারছিলাম না। আল্লাহর রহমতে প্রবাসী ভাইরা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা চিরকাল তাঁদের কাছে ঋণী।” স্থানীয় একজন শিক্ষক আজহারুল ইসলাম স্বপন জানান, “বাবুল মিয়ার মতো অসহায় মানুষদের জন্য এমন সহায়তা সত্যিই প্রশংসনীয়। আমরা প্রবাসী সংগঠন ইতিপূর্বেও বিভিন্ন সময় অসুস্থ, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।” উল্লেখ্য, ‘আমরা প্রবাসী’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশে অসুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা সহায়তা সহ নানা সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। বাবুল মিয়ার চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
ক্যান্সারে আক্রান্ত বাবুল মিয়াকে প্রবাসী সংগঠন ‘আমরা প্রবাসী’র আর্থিক সহায়তা !!..


कोई टिप्पणी नहीं मिली