কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামে কৃতি ব্যক্তিবর্গের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন,আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার।এমন অনুষ্ঠানের আয়োজন করে সর্বমহলে প্রসংশিত হচ্ছেন সংগঠনটি।
মুহাম্মদ শফিউল্লাহ কারার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গলাচিপা গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও কুড়িমারা গ্রামের বিসিএস ক্যাডার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এবং একই গ্রামের  শিক্ষা ক্যাডার রুবেল মিয়া কে তাদের কৃতিত্বের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হত ছিলেন এস আর ডি স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ মাহফুজুর রহমান,শাহেদল ইউনিয়ন চেয়ারম্যান মো: ফিরোজ উদ্দিন, হোসেনপুর উপজেলার বি এন পির যুগ্ন আহবায়ক আবুল হাসিম  সবুজ।
  
    close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
কোন মন্তব্য পাওয়া যায়নি
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			