দীর্ঘ ২০ বছর পর আগামীকাল ৩১ মে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর সম্মেলন ।
মাসুদুর রহমান,কিশোরগঞ্জ।
আগামীকাল সকাল ৯ টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে দীর্ঘ ২০ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে জামায়াতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নেতা কর্মিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।শহরে এবং শহরের বাইরে সড়ক গুলিতে বিভিন্ন নেতা কর্মীদের নামে অনেক তোরণ নির্মান করা হয়েছে। পুরাতন স্টেডিয়ামে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী বসার জন্য বিরাট বড় প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। কর্মী সম্মেলন উপলক্ষে গতকাল জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়া আজ বিকেলে নেতাকর্মীরা শহরে ব্যাপক শোডাউন ও লিফলেট বিতরণ করেন। আগামীকালকের কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং সভাপতিত্ব করবেন জেলা আমির অধ্যাপক রমজান আলী।
মাসুদুর রহমান,কিশোরগঞ্জ।
আগামীকাল সকাল ৯ টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ..
Keine Kommentare gefunden