close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কিশোরগঞ্জ কটিয়াদী তে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ। ..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মানিকখালিতে জোড়পূর্বক ১৯৬৭ সাল থেকে জমির দলিলসহ ভোগকৃত বসতভিটা দখলের পায়তারা এবং মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। ..

কিশোরগঞ্জ কটিয়াদী তে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ। 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন 

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মানিকখালিতে জোড়পূর্বক ১৯৬৭ সাল থেকে জমির দলিলসহ ভোগকৃত বসতভিটা দখলের পায়তারা এবং মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। 

মানিকখালি পাচপাড়া গ্রামের বাদশা মিয়ার ছোট মেয়ে অভিযোগ করে বলেন, উক্ত গ্রামের পার্শ্ববর্তী বাড়ির ভজন রায় তার বাবাকে আওয়ামীলীগের আমলে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠান।এমনকি ভজন রায়ের দলবল দিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। অভিযোগকারী বাদশা মিয়া জানান, তার পিতা মৃত আব্দুল হাসেম ভূইয়ার কাছ থেকে পাওয়া প্রায় ১ একর ৪১ শতাংশ পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালাচ্ছে অপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ভজন রায় ও তার সহযোগীরা। এর আগে জমি সংক্রান্ত বিরুধ নিশ্পত্তির লক্ষে কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী দ্বারা  সালিশ অনুষ্ঠিত হলেও কোন সমাধান হয়নি। ভুক্তভোগী বাদশা মিয়া আরও অভিযোগ করে বলেন, ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভজন রায়ের দলবল তাকে হুমকি ধামকি দেয়। ইদানিং ও অনেকেই ফোনের মাধ্যমে হুমকি স্বরুপ কথা বলছে। তিনি বলেন, অন্য একটি দাগে নিজের ২৪ শতাংশ জমি ভজন রায়ের নিকট ২৪ শতাংশ জমি বিক্রির পরে সন্ত্রাসী বাহিনী নিয়ে জোড়পূর্বকভাবে অতিরিক্ত ২৫ শতাংশ দখলে নেয়।

এ বিয়য়ে ভজন রায়ের নিকট ফোনে জানতে চাইলে তিনি জানান, তার দাদার সম্পত্তি ওয়ারিশ সূত্রে পেয়েছেন এবং আরওয়ার, আরএস রেকর্ড তার নিকট বিদ্যমান। 

অভিযোগকারীর ছোট ভাই রমজান ভূইয়া অভিযোগ করে বলেন তার ভাইকে এই ভজন রায় এবং তার অনুসারীরা দীর্ঘদিন ধরে  হেনস্তা করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে যাতে পরবর্তীতে আর কেউ যাতে দলিলসহ ভোগকৃত বাড়িটি দখলের পায়তারা না করে।

没有找到评论


News Card Generator