close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

‘কিছু একটা করে ফিরব’—চিরকুট লিখে ৩ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টাঙ্গাইলের সখীপুরে তিনজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তারা উপজেলার তক্তারচালা তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী। গতকাল রবিবার (২২ জুন) দিবাগত রাতে ওই মাদরা..

নিখোঁজ শিক্ষার্থীরা হলো উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

মাদরাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, প্রতিদিন ভোর রাত ৪টার দিকে শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডেকে তোলা হয়। কিন্তু রবিবার ভোরে ওই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। 

মো. নুরুল ইসলাম বলেন, অনেক সময় শিক্ষার্থীরা রাগ করে মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে যায়। সেটি চিন্তা করে শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানালে তারা বাড়িতে যায়নি বলে তারা জানান।

তিনি বলেন, যাওয়ার সময় শিক্ষার্থী রবিউল একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে সে লিখেছে, ‘বাড়ি থেকে অভিভাবকরা তাকে অপদার্থ বলে তাই কিছু একটা করে দেখাব তারপর ফিরব। থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করব।’

নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল ইসলাম বলেন, ‘ভোররাতে মাদরাসা থেকে আমাকে জানানো হয় যে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না।

পরে খোঁজ নিয়ে জানতে পারি তক্তার চালা বাজার থেকে সিএনজিতে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল মেইন রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সব স্বজনদের বাড়িতে খবর নিয়েছি কিন্তু তাদের খোঁজ মেলেনি।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।

No comments found


News Card Generator