শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সাতক্ষীরার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সাতক্ষীরার সীমান্তজুড়ে কড়াকড়ি নজরদারি, তল্লাশি ও যৌথ অভিযান জোরদার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর '২৫) খুলনা মহানগরীতে সংঘটিত এ ঘটনার পরপরই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনা থেকে সাতক্ষীরায় প্রবেশের সকল রুটে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে সীমান্ত এলাকা সিল করে দেয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করে বিশেষ তল্লাশি চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ঘটে যাওয়া ঘটনার পরপরই খুলনা থেকে সাতক্ষীরার প্রবেশদ্বারসহ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত ও সীমান্তসংলগ্ন এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের সঙ্গে যুক্ত করা হয়েছে ৮৭টি বিশেষ টহল দল। সড়ক, নৌপথ ও সীমান্তসংলগ্ন এলাকায় যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তি তল্লাশি কার্যক্রম বহুগুণে বাড়ানো হয়েছে।
বিশেষ গুরুত্ব দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে সকল যাত্রী সহ চলাচলরত সকল যানবাহনে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কৃষিকাজসহ স্বাভাবিক চলাচলেও সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন শাদমান সাকিব বলেন- এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনা জানার সাথে সাথেই সাতক্ষীরার সীমান্ত সীল করা হয়েছে। যেটা আপনার দেখতে পাচ্ছেন। বিশেষ করে জেলা শহরের প্রবেশদ্বার বিনেরপোতা, বাঁকাল, ঝাউডাঙ্গা, সাতানী মোড়সহ বিশেষ বিশেষ এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত ও পারাপার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো সীমান্তজুড়ে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা সীমান্ত অতিক্রম করতে না পারে।
তিনি আরো বলেন- গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের আটক না হওয়া পর্যন্ত সাতক্ষীরার সীমান্তজুড়ে এই কঠোর নিরাপত্তা, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকার জনগণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় সাতক্ষীরা সীমান্তে বিজিবি'র কঠোর নজরদারী..
לא נמצאו הערות



















