close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত

খুলনা সিটি মেডিকেল কলেজের সামনে দু/র্বৃ/ত্তদের গু/লিতে সাজিত (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ জুন) রাত আনুমানিক ৯টার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হঠাৎ করে দুজন যুবক এসে সাজিতকে লক্ষ্য করে গু/লি ছোড়ে। গু/লি লাগলে তিনি কিছু দূর দৌড়ানোর চেষ্টা করেন, পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত অবস্থায় সাজিত জানিয়েছেন, তাকে দুইজন ব্যক্তি গু/লি করেছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে গু/লি/র খোসা উদ্ধার করেছে এবং ঘটনার কারণ ও অভিযুক্তদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

Aucun commentaire trouvé