খুলনা-তেরখাদা-কালিয়া-বরদিয়া সড়কে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আল্লাহর অশেষ রহমতে চালকসহ যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি বরদিয়ার দিকে যাচ্ছিল, এমন সময় সামনের একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হয়ে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে পড়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
ঘটনাস্থলে দ্রুত ভিড় করেন আশপাশের মানুষজন। তারা জানান, এমন ভয়াবহ পরিস্থিতির পরও গাড়ির যাত্রীরা সুস্থ রয়েছেন- যা নিঃসন্দেহে আল্লাহর কৃপা ছাড়া কিছু নয়।