close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
খুলনা সদর থানায় চলছে সেবা-সংকট: ওসির বাসভবনে থানা কার্যক্রম, জরুরি প্রয়োজন নতুন ভবন


খুলনা শহরের সদর থানার কার্যক্রম দীর্ঘ ৩ বছর ধরে চলছে ওসির বাসভবনে, যেখানে পুলিশ ও সেবা গ্রহীতাদের জন্য চলছে এক কঠিন পরিস্থিতি। সংকীর্ণ এই স্থানটি একদিকে যেমন পুলিশের জন্য অসুবিধার, তেমনি অন্যদিকে সাধারণ মানুষের জন্যও সেবা গ্রহণের চ্যালেঞ্জ।
সুদূর ১৯৯২ সালে নির্মিত ১৩,৩৩২ বর্গফুটের থানা ভবনটি ২০২১ সালে পরিত্যক্ত হয়ে পড়ে এবং পরবর্তীতে ভেঙে ফেলা হয়। এরপর থেকেই থানার সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে দুই হাজার বর্গফুটের একটি বাসভবনে। এতে স্থান সংকুলানের কারণে পুলিশ সদস্যদের জন্য বসার জায়গা পর্যন্ত মেলে না, সেবা নিতে আসা মানুষের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, এটি খুলনার সবচেয়ে গুরুত্বপূর্ণ থানাগুলোর একটি। এখানকার সেবা প্রদান প্রতিদিন শত শত মানুষের জন্য জরুরি হলেও সংকীর্ণ পরিবেশে কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন। পুলিশের ব্যারাক এবং সেবা প্রদানকারী স্থান সীমিত হওয়ায় জনগণের সেবা বিঘ্নিত হচ্ছে। তাই দ্রুত একটি নতুন থানা ভবন নির্মাণের প্রয়োজন।
এদিকে, সমাজকর্মী শাহ মামুনুর রহমান তুহিন বলেন, মাত্র ২৯ বছরে থানা ভবনটির পরিত্যক্ত হওয়া বিস্ময়কর। তার মতে, ঠিকাদারের গাফিলতি এবং মানহীন নির্মাণ কাজের ফলেই এই অবস্থা তৈরি হয়েছে। পুলিশের সেবা কার্যক্রম যখন এমন সংকীর্ণ জায়গায় চলছে, তখন ভবিষ্যতে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিএম নুরুজ্জামান জানিয়েছেন, নতুন ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। ইতোমধ্যে ডিজিটাল সার্ভে সম্পন্ন হয়েছে এবং সেবা কার্যক্রমের উন্নতির জন্য কাজ শুরু হতে যাচ্ছে।
এখন প্রশ্ন হলো, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে খুলনা সদর থানার জন্য একটি আধুনিক ভবন নির্মাণ কতটুকু জরুরি!
Nema komentara