close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।..

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সারা দেশে দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী, তিন দিনের এই রাষ্ট্রীয় শোক আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে।

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত রয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়েও জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় দেখা গেছে এবং কর্মকর্তারা অনেকেই কালো ব্যাজ ধারণ করে অফিস করছেন।

আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

 দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে লাখো মানুষের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

Nema komentara


News Card Generator