close

লাইক দিন পয়েন্ট জিতুন!

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুমিল্লা মহানগর বিএনপির দোয়া ও মাহফিল অনুষ্ঠিত..

Rabiul Alam avatar   
Rabiul Alam
****

গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা মহানগরীর ১২ থেকে ১৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হোসেন মিয়ার সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের শেষ আশ্রয়স্থল। তাঁর মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হওয়ার নয়।" তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক 
শহীদুল্লাহ রতন,​আতাউর রহমান ছুটি,
​আব্দুল জলিল,​আব্দুর রহমান
​সাবেক সদস্য মজিবুর রহমান কামাল
​রিয়াজ খান রাজু,​মনির হোসেন পারভেজ।

​এছাড়াও মাহফিলে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। 
অনুষ্ঠানে ১২ থেকে ১৮ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও দলীয় কর্মী অংশগ্রহণ করেন।

No comments found


News Card Generator