close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কেরাণীগঞ্জে র‍্যাব সেজে ডাকাতি, ৫ জন গ্রেফতার

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
কেরানীগঞ্জে র‍্যাব সেজে ডাকাতি, হ্যান্ডকাফ-ওয়াকিটকি ও জ্যাকেটসহ ৫ ডাকাত গ্রেফতার।..

কেরানীগঞ্জ (ঢাকা), ৭ মে ২০২৫: র‍্যাবের পোষাক, হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।গত ৬ মে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জের রুহিতপুর তুলসিখালী ব্রিজ এলাকায় সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৯-৩৬৮৩) করে আসা ডাকাত দল র‍্যাব পরিচয়ে নবকলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে দুইজন যাত্রীকে জোরপূর্বক নামিয়ে আনে। তারা এক যাত্রীর কাছ থেকে নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। অপর যাত্রী ব্যাগসহ পুকুরে ঝাঁপ দিয়ে পালাতে সক্ষম হন।ঘটনার পর পরই পুলিশ সুপারের নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে রুহিতপুর রামেরকান্দা তিনরাস্তা মোড় থেকে ডাকাতদের গাড়িসহ আটক করে। গ্রেফতারকৃতরা হলো—রুবেল (৫০), আরিফ (৩৫), শরিফুল ইসলাম (৪২), উৎপল দেবনাথ (৩৮) এবং দুলু মিয়া (৩৯)। এ সময় গাড়ির চালক মো. আবুল কালাম পালিয়ে যায়।তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি হায়েস মাইক্রোবাস, দুটি ওয়াকিটকি, দুটি র‍্যাবের কালো জ্যাকেট, একটি হ্যান্ডকাপ, লেজার লাইট, ইলেকট্রিক সক মেশিন, লোহার বাটন লাঠি, পাঁচটি চাকু, একটি রশি ও দুটি ভূয়া গাড়ির নম্বরপ্লেট।এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় ১৭০/১৭১/৩৯৫/৩৯৭/৪১২ ধারায় মামলা  হয়েছে (মামলা নম্বর-১১, তারিখ ০৭/০৫/২০২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No se encontraron comentarios