close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কেরানীগঞ্জে নিখোঁজ যুবকের লাশ, তিনদিন পর মিললো নদীতে

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
কাজের কথা বলে বেরিয়ে আর ফিরে আসেনি বাড়িতে

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন বরিশুর ঘাটের খোলামোড়া জিয়ানগর এলাকার আদর্শ স্কুল গলির ২২ বছর বয়সী যুবক সাজুর লাশ তিনদিন পর নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার বরিশুর পুলিশ ফাঁড়ির সদস্যরা নদীতে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোক্তার হোসেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাজুর পরিবারের সদস্যরা জানান, তিন দিন আগে সে বাসা থেকে কাজের কথা বলে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর আজ তার লাশ পাওয়া গেল নদীতে।

এদিকে পুলিশ জানায়, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

Walang nakitang komento