শনিবার (২১ জুন) সকালে সানাউল্লাহ ও আব্দুল লতিব গংয়ের মধ্যে ৫ শতক জমি নিয়ে পুরনো বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সানাউল্লাহ গংয়ের অভিযোগ, লতিব গংয়ের লোকজন তাঁদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। অন্যদিকে, আব্দুল লতিবের ছেলে মনির মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, উল্টো সানাউল্লাহদের হামলায় তাঁর বাবাসহ কয়েকজন আহত হন।
স্থানীয় আজিজুল হক ও শহিল্লাহ জানান, জমি বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামে উত্তেজনা চলছিল। সমাধানে ব্যর্থ হয়ে উভয় পক্ষ আদালতের দ্বারস্থ হয়। তবে শনিবার আবারও সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।