close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কেন্দুয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঞা (৬০) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের মসজি..

আহত রোকন উদ্দিন ভূঞা ডাউকি গ্রামের বাসিন্দা এবং আলাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোকন উদ্দিন ভূঞা বিকেলে অটোরিকশাযোগে সান্দিকোনা বাজারে যাচ্ছিলেন। পথে ডাউকি মসজিদের সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন অতর্কিতে তার ওপর হামলা চালায়। আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ ৫-৬ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। হামলার পর হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রোকনের ভাতিজা সজিবের সঙ্গে তাইজ্জতের ছেলে রাকিবের কথাকাটাকাটি হয়। সেই পুরনো বিরোধের জের ধরেই এ হামলা ঘটে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, অভিযুক্ত রাকিব ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “পুরনো শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।”

Nessun commento trovato


News Card Generator