কেঁদে উঠি রোজ (কবিতা)

Md Abu Munif Al Mukim  avatar   
Md Abu Munif Al Mukim
মা কে নিয়ে একটি সুন্দর অভিব্যক্তির প্রকাশ।

কেঁদে উঠি রোজ।

- মোঃ আবু মুনিফ আল মুকিম।

 

মাগো তুমি স্নেহ মায়া মমতায়

করেছো যে লালন-পালন,

শত কষ্ট পেলেও তোমার

হয়নি খারাপ মন।

 

করেছো তুমি আদর আর শাসন

দিয়েছো যে শিক্ষা,

চোখের আড়াল হয়ে গেলে

করতে যে প্রতিক্ষা।

 

না বলা কথাগুলো শুনতে তুমি

বুঝতে যে সবকিছু,

ছায়ার মতো সর্বদাই তুমি

থাকতে মাগো পিছু।

 

সবাই পর হয়ে গেলেও

মা কখনো নয়,

মাগো তোমার মত এমন আপন

বল, আর ক’জনে হয়।

 

হারিয়ে তোমায় সব হারিয়েছে

হয়েছি আমি একা,

এই জনমে আর কোনদিন

মা, তোমার পাবো না দেখা।

 

মাগো,তোমার মত এই দুনিয়ায়

কে বা রাখে খোঁজ,

তোমার কথা পড়লে মনে

কেঁদে উঠি রোজ।

لم يتم العثور على تعليقات