close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কেছিয়া ফয়জুল উলুম মাদ্রাসার নির্মাণে আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহানের অনুদান..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
আসগর সালেহী

উত্তর ফটিকছড়ির ঐতিহ্যবাহী কেছিয়া ফয়জুল উলুম মাদ্রাসার নির্মাণ কাজে আর্থিক সহায়তা প্রদান করেছেন এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট আলেম ও সমাজসেবক আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।

গতকাল (১ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মাওলানা তাজুল ইসলাম সাহেবের হাতে এক লক্ষ টাকার অনুদান তুলে দেন তিনি।

অনুদান প্রদানকালে আল্লামা শাহজাহান ইসলামাবাদী বলেন, “দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হলো মানবজাতির নাজাতের উসিলা। এ ধরনের প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নে অংশগ্রহণ করা ইমানি দায়িত্ব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দ্বীনের খেদমতে আরো বেশি সম্পৃক্ত থাকার তাওফিক দিন।”

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফটিকছড়ির ধর্মপ্রাণ জনতার কাছে আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী একজন জনপ্রিয় আলেম, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত।

没有找到评论