কচুয়ায় ক্রিকেট টর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

shahadat hossain Munsy avatar   
shahadat hossain Munsy
মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ কতৃক আয়োজিত ক্রিকেট টর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।..

কচুয়া প্রতিনিধিঃচাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ কতৃক আয়োজিত ক্রিকেট টর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শুক্রবার ক্রিকেট টুর্নামেন্ট খেলায় ৫ টি দল অংশ গ্রহণ করেন । ফাইনাল খেলায় G-4 হারিয়ে  G-3  চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও কাদলা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ। এ সময় সংগঠনের উপদেষ্টা হেদায়েত উল্লাহ, আনিছুর রহমান , সংগঠনের সভাপতি মো: ছাইদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

کوئی تبصرہ نہیں ملا