কচুয়া প্রতিনিধিঃচাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ কতৃক আয়োজিত ক্রিকেট টর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শুক্রবার ক্রিকেট টুর্নামেন্ট খেলায় ৫ টি দল অংশ গ্রহণ করেন । ফাইনাল খেলায় G-4 হারিয়ে G-3 চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও কাদলা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ। এ সময় সংগঠনের উপদেষ্টা হেদায়েত উল্লাহ, আনিছুর রহমান , সংগঠনের সভাপতি মো: ছাইদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Nema komentara