শাহাদাত হোসেন মুন্সীঃ চাঁদপুরের কচুয়ায় ইসরাইলের আগ্রাসন, ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদ ও ইসরাইলী পন্য বয়কট দাবীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার কচুয়া বিশ্ব রোডে হেফাজতে ইসলামের মিছিল উত্তর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কচুয়া বাজার বড় মসজিদ খতিব ও হেফাজত নেতা মাহবুব আলম, কচুয়া জমিয়া ইসলামি কওমী মাদ্রাসা মুহতামিম মাওলানা আবু হানিফ, শাজুলীয়া দরবার শরীফের পীর রুহুল্লা শাজুলী, প্রফেসর ফানাউল্যাহ শাজুলী, ডাঃ জাকির হোসেনসহ হেফাজতের অন্যান্য নেতৃবৃন্দ।এদিকে একই দাবীতে ফিলস্তিনে ইসরাইলি নগ্ন হামলা নিরিহ নিরস্ত্র নিরপরাধ মানুষ হত্যার প্রতিবাদে ইসরাইলি পন্য বর্জনে ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামি কচুয়া পৌরসভার উদ্দোগে প্রতিবাদ মিছিল উত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার বিকাল ৫টায় কচুয়া বিশ্বরোড হয়ে কচুয়া বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। ইসরাইলি পন্য বর্জন, ইসরাইলি ও আমিরিকার বিরোদ্ধে বিভিন্ন শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। পৌর আমির মাওলানা আমিনুল ইসলাম মীরের সভাপতিত্বে মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা শাহ মোঃ জাকির উল্যাহ শাজুলী, আবু হানিফ মোঃ নোমান, মনির হোসাইন সাইদ, মফিজুল ইসলাম প্রমুখ
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কচুয়ায় জামায়াত ইসলামি ও হেফাজতে ইসলামির বিক্ষোভ মিছিল সমাবেশ..


कोई टिप्पणी नहीं मिली