close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কবরেই মিলল রহস্যের ছায়া: ছয় মাস পর উত্তোলন সাবেক কাউন্সিলরের লাশ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
কবরেই মিলল রহস্যের ছায়া: ছয় মাস পর উত্তোলন সাবেক কাউন্সিলরের লাশ

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক জনপ্রিয় কাউন্সিলর মোবারক হোসেনের (৫৭) ‘স্বাভাবিক মৃত্যু’কে ঘিরে ছড়িয়ে পড়েছে রহস্যের ঘনঘটা। মৃত্যুর প্রায় ছয় মাস পর কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে। পরিবারের সন্দেহ ও আদালতের নির্দেশে মঙ্গলবার (০৬ মে) দুপুরে এ লাশ উত্তোলন করা হয়।

২০২৪ সালের ১৫ নভেম্বর হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন মোবারক হোসেন। প্রথমে এটিকে স্বাভাবিক মৃত্যু ধরে তার দাফন সম্পন্ন হয়। কিন্তু ২০২৫ সালের ২২ মার্চ সকালে স্থানীয়দের চোখে পড়ে ভিন্ন এক চিত্র—কবরের ওপরের লোহার মাচা সরানো, পাশে পড়ে আছে একটি বোতল, আগুনে পোড়া কাপড়, কাঠ ও অন্যান্য পোড়া আলামত। মুহূর্তেই গুঞ্জন ছড়িয়ে পড়ে: মোবারক হোসেনের মৃত্যু কি সত্যিই স্বাভাবিক?


মোবারকের ছেলে আবির হোসেন জানান, “প্রথমে আমরা কিছু বুঝিনি। তবে কবরের ওই দৃশ্য দেখার পর মনে হয়েছে—বাবার মৃত্যু রহস্যজনক। এরপর আমরা থানায় জিডি করি, পরে আদালতের শরণাপন্ন হই।”

মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, “আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

লাশ উত্তোলনের সময় স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

মোবারক হোসেন ছিলেন মাধবদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গাংপাড় এলাকার এই প্রভাবশালী ও সদালাপী নেতা জনপ্রিয়তা অর্জন করেছিলেন সততা ও পরিশ্রমের মাধ্যমে। তার মৃত্যু নিয়ে রহস্যের তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “মোবারক ভাই ছিলেন একজন পরিচ্ছন্ন মানুষ। তার মৃত্যুতে যদি কোনো ষড়যন্ত্র থাকে, আমরা চাই সেটি প্রকাশ পাক।”

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনই এখন মূল চাবিকাঠি। সেই রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No se encontraron comentarios