close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কাঠালিয়ায় মৎস্য বিভাগের অভিযানে নিষিদ্ধ জাল ধ্বংস, ক্ষুব্ধ জেলেদের বিক্ষোভ..

MD ELIAS HOWLADER avatar   
MD ELIAS HOWLADER
অভিযানে ধ্বংস হওয়া জালের মালিক স্থানীয় জেলে অসীম। জাল ধ্বংসে ক্ষুব্ধ হয়ে তিনি ও কয়েকজন জেলে একই দিন রাত ৮টার দিকে বিক্ষোভ করেন এবং পরদিন ১ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন..

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়নের একটি খাল থেকে ৩০ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একটি বেহুন্দি (বাধা) জাল জব্দ করে তা ধ্বংস করে উপজেলা মৎস্য বিভাগ। মৎস্য সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

অভিযানে ধ্বংস হওয়া জালের মালিক স্থানীয় জেলে অসীম। জাল ধ্বংসে ক্ষুব্ধ হয়ে তিনি ও কয়েকজন জেলে একই দিন রাত ৮টার দিকে বিক্ষোভ করেন এবং পরদিন ১ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে দাবি করা হয়, মৎস্য কর্মকর্তার নির্দেশে মৎস্য অফিসের কর্মী লতিফ ও রাকিব ঘুষ চেয়েছিলেন এবং ঘুষ না দেওয়ায় জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। তিনি বলেন,

 “নিষিদ্ধ বাধা ও কাচ্কি জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসব জাল জলজ প্রাণীর প্রজনন ও পরিবেশের জন্য ক্ষতিকর। অভিযোগে যেভাবে ঘুষের প্রসঙ্গ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমরা কোনো ঘুষের সঙ্গে জড়িত নই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ, মিরন, কৃষ্ণ, শ্যামল, রিপন, সুমন, স্বপন, শিভু, চিত্ত, ট্যাবা, পরিমলসহ ১০-১৫ জন জেলে দীর্ঘদিন ধরে এলাকায় নিষিদ্ধ বাধা ও কাচ্কি জাল ব্যবহার করে মাছ শিকার করছেন, যা সম্পূর্ণ অবৈধ।

Không có bình luận nào được tìm thấy