close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কাটাছরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দেড়শ শিশুকে বিনামূল্যে খতনা..

M.A Hossain avatar   
M.A Hossain
****

চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে খতনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন শাখার আয়োজনে ও মিরসরাই ডিভাইস কসমেটিক খতনা সেন্টারের সহযোগিতায় পিজ্জার পোল এলাকায় বিনামূল্যে খতনা ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান। এসময় বক্তব্য রাখেন কাটাছরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নুর হোসাইন, জোরারগঞ্জ থানা সমাজসেবা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সমাজসেবক বোরহান উদ্দিন ভূঁইয়া। ক্যাম্পেইনে ১৫০ জন শিশুকে খতনা করানো হয়।
জোরারগঞ্জ থানা সমাজসেবা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও ক্যাম্পেইনের অন্যতম উদ্যোক্তা রেজাউল করিম চৌধুরী বলেন, কাটাছরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইতিপূর্বে সড়ক সংস্কার, দুস্থ্যদের মাঝে গরুর মাংস বিতরণ, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় খতনা ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। যা ইতিপূর্বে এতদ অঞ্চলে প্রথম। খতনা ক্যাম্পেইনের সুবিধাভোগী শুধু কাটাছরা ইউনিয়নের মানুষ নয় মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নের মানুষ এই সেবা গ্রহন করেছেন। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করবো।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator