আইপিএলের আজকে ফাইনালের মঞ্চে যে দল ই জিতুক না কেন আজ, আইপিএল পাবে তাদের নতুন চ্যাম্পিয়ন দল। দল হিসেবে পাবে নিজেদের প্রথম আইপিএল শিরোপা। ক্যারিয়ারে সব মেজর ট্রফি জিতলেও আইপিএল কখনো ছুয়ে দেখা হয়নি বিরাট কোহলির। এদিকে পাঞ্জাব ও এর আগে একবার ফাইনালে উঠলেও সেইবার পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়েছে কলকাতা নাইট রাইর্ডাসের কাছে। তাইতো কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আহেমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ টি অনুষ্ঠিত হবে রাত ৮ টায়।
সময়ের হিসেবে প্রায় ১৭ বছর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের হয়ে কাঁটিয়েছেন বিরাট। ৩ বার শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয় তাকে। এইবার কি তাহলে সেই আক্ষেপ বাস্তবে রুপ নিবে নাহ দেখা যাবে আগের সেই চিত্র, সেটা হয়তোবা সময় ই বলে দিবে।
এতো এতো তারকা নিয়ে খেলা এই দল টি ট্রফির দেখা কখনো দেখতে পারেনি। ক্রিকেট ইতিহাসের সব বড় বড় নাম এই দলের হয় মাঠ মাতিয়েছেন। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের আইপিএল রানার্স আপ হয় দলটি।
বেঙ্গালুরুর মতো একই বৃন্তে পাঞ্জাব কিংস। আইপিএল যাত্রার শুরু থেকে নিয়মিত এই দলটি। তবুও জিততে পারেনি কখনো। এইবার হয়তোবা আশার আলো দেখতে পারেন ভক্তরা। কারণ ওদের কাপ্তান শ্রেয়াস আইয়ারের যে আছে অন্য দলের হয়ে শিরোপা জেতার অভিজ্ঞতা।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
कोई टिप्पणी नहीं मिली



















