close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কাপড় কিনে বাড়ি ফেরা হলো না কলেজ ছাত্রী জেরিনের।

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।..

বুধবার (২১ মে) রাত ৮ টার দিকে উপজেলার রুহিয়া থানাধীন রামনাথ এলাকার আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তারের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমেছে। 

নিহত জেরিন আক্তারের পরিবার সূত্রে জানা যায় তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়া খোয়া ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলামের মেয়ে এবং পীরগন্জ সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বুধবার বিকেলে ছোট ভাই কামরুল ইসলামের সাথে রুহিয়া বাজারে কাপড় কিনতে গিয়েছিল জেরিন আক্তার। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের জানান, রাত ৯ টার পরে ঠাকুরগাঁও সদর থানা থেকে আমাকে ফোন করে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তার ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আনুমানিক ৮ টার সময় রুহিয়া বাজার থেকে ছোট ভাই কামরুল ইসলামের মোটরসাইকেলযোগে বাড়ির যাচ্ছিল জেরিন আক্তার।

পথে রামনাথ - মন্ডলাদাম রাস্তায় আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি পাওয়ার ট্রিলার আসার সময় মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম গাড়ির গতি কমায়, মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে পিছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে ঘটনা স্থলে বোন জেরিন আক্তার ও মোটরসাইকেল চালক ভাই কামরুল ইসলাম রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

 

没有找到评论


News Card Generator