কালিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিগঞ্জে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ জানুয়ারি রাত এশার নামাজ শেষে কালিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালিগাঁও এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন কালিগঞ্জ পৌর বিএনপির নেতা মনির উদ্দিন পাঠান মিঠু।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি , এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোঃ লুৎফর রহমান, ফোর বিএনপি নেতা মনির উদ্দিন পাঠান মিঠু, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন ফরাজি, মোঃ সালাউদ্দিন আহমেদ, খোরশেদ আলম কাজল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম দর্জি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়ার চৌধুরী শাওন, কালিগঞ্জ পৌর কৃষকদলের সভাপতি মোঃ হায়দার আলী শেখ, কালিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার রুহুল আমিন সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আল আমিন দেওয়ান। এসময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।



















