কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজে গ্রামীণ স্বাদে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজে গ্রামীণ স্বাদে ঐতিহ্যবাহী পিঠা উৎসব 

এস এম তাজুল হাসান সাদ, কালিগঞ্জ (সাতক্ষীরা)
প্রতিনিধি

শীতের মৃদু হিমেল হাওয়ায় রঙ তোলে উৎসবের ঢেউ, শীতের আমেজে উৎসবের রঙ ছড়িয়ে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে বাঙালির গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বিভিন্ন বিভাগ ও শিক্ষার্থীদের উদ্যোগে সাজানো হয় নানান স্বাদের পিঠার স্টল—পাটিসাপটা, ভাপা, চিতই, দুধচিড়া থেকে শুরু করে আধুনিক স্বাদের পিঠাও ছিল নজরকাড়া। কলেজ ক্যাম্পাসজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, শিক্ষার্থী-শিক্ষকসহ উপস্থিত সবার অংশগ্রহণে আয়োজনটি রূপ নেয় এক অনন্য মিলনমেলায়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া মনসুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য শেখ নাজমুল হোসেন, শেখ সাইফুল বারী, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ ও সুমা বিশ্বাস প্রমুখ।
শরীরচর্চা শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, জয়শ্রী ঘোষ, রেজাউল হক, তারক চন্দ্র সরকার, আব্দুল ওহাব, নাসিম সুলতানা, মিজানুর রহমান, সুকুমার ঘোষ, নাজিমুদ্দিন আহমেদ, তৌহিদুর রহমান, মো. বদরুজ্জামান, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, বিলকিস আক্তার, দেবব্রত কুমার মিস্ত্রী, মর্জিনা মোমতাহানা, ডিএম নাসির উদ্দীন, আওছাফুর রহমান, আরেফা ফারজানা, প্রভাষক রতন কুমার ঘোষ, সাইয়েদাতুন্নেছা মুক্তা, আমিনুর রহমান, শম্পা রানী মৃধা, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, তপন কুমার ঘোষ, নন্দ লাল মন্ডল, নবতরণ গাইন, সহকারী গ্রন্থাগারিক সাইফুজ্জামান, প্রদর্শক মাজেদা খাতুন ও সনজিত সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক মো. শের আলী, সিনিয়র সদস্য আবু বক্কর সিদ্দীক, তাজুল হাসান সাদ, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, তারিকুশ সারাফাত এবং কুশলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুর রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং বাঙালির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। দিনব্যাপী এই পিঠা উৎসব কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে।

Aucun commentaire trouvé


News Card Generator