কালিগঞ্জে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
কালিগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোগ নেয় কালিগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদল ও সাইবার দল..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের যৌথ উদ্যোগে   আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে '২৫) বেলা ১২টায় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দুল কাদের বাবলু'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাশেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ফ্রী মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন বরিশাল মেডিকেল কলেজের পিজিটি (গাইনী) এন্ড অবস্ ডাঃ অনন্যা বসাক। বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান শিমুল, বিএনপি নেতা মিজানুর রহমান তরফদার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেনে জাকির, জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুর রহিম রাজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজান আহাম্মেদ, রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদলের সদস্য নাহিদুর রহমান নয়ন, ওয়ার্ড যুবদলের সভাপতি ফারুক হোসেন সরদার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এসময়ে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, অভিভাবক সহ গন্যমান্য ও সূধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সার্বিক সহযোগিতায় ছিলেন কালিগঞ্জের ডাঃ হযরত আলী ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল।

কোন মন্তব্য পাওয়া যায়নি