কালিগঞ্জে নোংরা ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে নোংরা ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

 

এস এম তাজুল হাসান সাদ, কালিগঞ্জ সাতক্ষীরা 

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর (ঢালীপাড়া) গ্রামে বাড়ির আঙিনায় থাকা নোংরা ডোবায় পড়ে রোহান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

নিহত রোহান ওই গ্রামের মিজানুর রহমান গাজীর একমাত্র সন্তান। ঘটনার সময় শিশুটির বাবা ঘুমিয়ে ছিলেন এবং মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত। এ সময় খেলার ছলে বাড়ির আঙিনার টিউবওয়েলের পাশে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির ডোবায় পড়ে যায় শিশুটি।

 

পরিবার সূত্রে জানা যায়, কাজ শেষে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা তাকে ডোবার পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।

 

রোহানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেক প্রতিবেশী চোখের পানি ধরে রাখতে পারেননি। তারা জানান, বাড়ির আঙিনায় এমন খোলা ও অস্বাস্থ্যকর ডোবা রাখার বিষয়টি মারাত্মক অবহেলার পরিচায়ক।

 

এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল বলেন, “শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারকে আরও সচেতন হতে হবে। প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আঙিনা থেকে শুরু করে চারপাশের পরিবেশ ঝুঁকিমুক্ত রাখা অত্যন্ত জরুরি।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator