কালিগঞ্জে ইনসানিয়া রিলিফের উদ্যোগে ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেরুলিয়া গ্রামে ইনসানিয়া রিলিফ শিকাগো, আমেরিকার উদ্যোগে এবং বি এন এসবি চক্ষু হাসপাতাল, জোসেফিয়ান শিক্ষা-স্বাস্থ্য প্রণোদনা খুলনা ও সাইটসেভার্স-এর সার্বিক ব্যবস্থাপনায় এক বিশাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল থেকে নির্ভানাতে আয়োজিত এ শিবিরে দিনব্যাপী মোট ৬৫৪ জন নারী-পুরুষকে চক্ষু সেবা প্রদান করা হয়।
তাদের মধ্যে ৪২ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য বি এন এসবি চক্ষু হাসপাতাল, খুলনায় পাঠানো হয়েছে। এছাড়া ১৫৫ জনকে চশমা এবং বাকিদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
চিকিৎসা সেবায় অংশ নেন জোসেফিয়ান ডক্টরর্স ফোরামের সমন্বয়ক ডা. এস এম আ. মালেক, বি এন এসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডা. সাদিয়া আফরিন ও ডা. সৌরভ কুমার বিশ্বাস।
জোসেফিয়ানের ডিরেক্টর অফ ম্যানেজমেন্ট মিজানুর রহমান খান (ডিকেন) বলেন, “এ ধরণের কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষেরা স্বাস্থ্যসেবার আওতায় আসছেন, যা অত্যন্ত ইতিবাচক।”
ইনসানিয়া রিলিফের ট্রেজার তারেক আজিম জানান, “আমেরিকার শিকাগো শহর থেকে পরিচালিত ইনসানিয়া রিলিফ একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদান করা, যাতে তারা একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে।”
প্রতিষ্ঠানটির সদস্য সাজ্জাদ হোসেন মুকুল জানান, “গত কয়েক বছর ধরে ইনসানিয়া রিলিফ খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।”
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। স্থানীয়ভাবে এমন একটি মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে এলাকাবাসী আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।