close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে ভূমি সেবা মেলায় উদ্বোধন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজিত জমকালো আয়োজনে ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি" নিজের জমি সুরক্ষিত রাখি" এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে জমকালো আয়োজনে ৩দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে '২৫) সকাল ১০ টায় ভূমি অফিস প্রাঙ্গণে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসিম উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, অধ্যাপক (অবঃ) গাজী আজিজুর রহমান প্রমুখ।

এসময় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮টি ভূমি সেবা স্টলে সাধারণ ভূমি মালিকদের সেবা প্রদান করা হবে। দুর্নীতি ও হয়রানী বন্ধে সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানের লক্ষেই প্রতিবছর ভুমিসেবা সপ্তাহ পালিত হয়ে আসছে। প্রধান অতিথির বক্তব্যে অনুজা মন্ডল বলেন কালিগঞ্জ ভুমি অফিসকে আমি দুর্নীতি মুক্ত ও প্রকৃত নাগরিক সেবা অফিসে রূপান্তর করতে চাই। সেবা প্রত্যাশীদের হয়রানী ও ভোগান্তি লাঘবে আরও আন্তরিক হতে হবে। তবে কারোর বিরুদ্ধে অভিযোগ পাইলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator