কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
 
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি শুরু হয় একটি সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের  সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে প্রবাসীদের অবদান ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ভূমিকা অপরিসীম। তবে দালালের খপ্পরে না পড়ে এবং অবৈধ পথে বিদেশ না গিয়ে, সরকারি নিয়ম মেনে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্ববাজারে টিকে থাকতে হলে কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি হিসেবে বিদেশ গেলে যেমন আয় বাড়বে, তেমনি দেশের সম্মান ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
পরিশেষে, প্রবাসী ও তাদের পরিবারের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা সভায় তুলে ধরা হয় এবং প্রবাসীদের যথাযথ সম্মান প্রদর্শনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
没有找到评论


News Card Generator