কালিয়াকৈর চন্দ্রা এিমোড়ে  ঢাকা -টাংগাইল মহাসড়কে ফুটপাতে ও যাত্রী ছাউনিতে দোকান বসিয়ে রমরমাট ব্যবসা ..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
গাজীপুর কালিয়াকৈর চন্দ্রা এি -মোড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে গড়ে উঠেছে অবৈধ ফুটপাত দখল ও যাত্রী ছাউনি দখল করে রমরমা ব্যবসা  করে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। ..

আজ বৃহস্পতিবার ২৬ জুন কালিয়াকৈর চন্দ্রা ত্রি -মোড়ে ঢাকা -টাঙ্গাইল  মহাসড়কের পাশে ফুটপাত দখল  যাত্রী ছাউনিতে দোকান বসিয়ে  রমরমাট ব্যবসা করে আসছে বেশ অনেকদিন ধরে।

চন্দ্রা কাঁচা বাজার ফুটওভার ব্রিজের নিচে বসছে নানা ধরনের অবৈধ দোকান পাট। আবার চন্দ্রা সরকারি কলেজের পাশেই রয়েছে  যাত্রী ছাউনি সেখানে যাত্রীদের বসার জায়গায় অবৈধ দোকান বসিয়ে রমরমাট ব্যবসা করে যাচ্ছে বেশ কিছুদিন ধরে।  এই রাস্তা দিয়ে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়ার সময়  অভিভাবকেরা এখানে অসুবিধা অনুভব করে রাস্তার পাশেই অবৈধ দোকানপাট রাস্তার পাশ কম থাকায়  বিভিন্ন রুটের গাড়ি এখানে সারিবদ্ধভাবে  থাকায় যাতায়াতে অনেক কষ্ট হয় তাদের  অভিভাবকেরা বলে মহাসড়কের আশেপাশে দোকানপাটও গাড়ি সারিবদ্ধ ভাবে রাখলে এভাবে চলাফেরা করা খুব আমাদের কষ্ট হয় ।আবার চন্দ্রা সরকারি কলেজের পাশে যাত্রী ছাউনিতে জমজমাট অবৈধ দোকানপাট গড়ে উঠেছে এতে মানুষের চলাচল খুব কষ্টকর হয়েছে দাড়িয়েছে।

আরো দেখা গেছে  চন্দ্রা সরকারি কলেজের পাশেই কিছু ব্যবসায়ীরা তাদের ময়লা রাস্তা মহাসড়কেই  ময়লা আবর্জনা  রেখে আসে এতে করে চন্দ্রা সরকারি কলেজের ছাত্র ছাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে যাতায়াতে খুবই কষ্ট দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। চন্দ্রা যাত্রী ছাউনিতে সেখানে বসবে নানা পেশাজীবি মানুষ ও ছাত্র-ছাত্রী আর এখন বসে  না না  ধরনের  অবৈধ দোকান পাট।

এক পথচারী  আবুজাফর  জানান,রাস্তার আশেপাশে বিভিন্ন অবৈধ দোকানপাট ময়লা আবর্জনা এ অবস্থায় আমাদের চলাচল খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।আবার একটু আরামের জন্য যাত্রী  ছাউনিতে বসবে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রী তাদের বাসার কোন জায়গা নেই কারণ সেখানে দোকানপাট বসিয়ে রমরমাট ব্যবসা করে যাচ্ছে। 

চন্দ্রা ত্রি মোড়ে সকল যাত্রী এখান থেকে উত্তরবঙ্গ হয়ে যাওয়া আসা করে সকল গাড়ি এখানে  দাড়িয়ে যাত্রীদের হস্তানস্ত করে গাড়ির স্টাপরা । এ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় সর্বক্ষণ জ্যাম লেগেই থাকে এতে করে চন্দ্রা সরকারি কলেজ চন্দ্রা সরকারি হাই স্কুলের ছাত্র ছাত্রীদের  তাদের গন্তব্যস্থলে আসার পথে অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে।

নাওজোর থানার ওসি মোঃশওগাতুল আলম জানান,  চন্দ্রা এি মোড়ে ও যাত্রী ছাউনিতে  মহাসড়কের যত দোকানপাট আছে সকর অবৈধ দোকান পাট গুলো ভেংগে দেওয়া হবে।

Ingen kommentarer fundet