কালাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী কল্যাণ দিবস উদযাপন
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী কল্যাণ দিবস ২০২৫ উপলক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জনাব শামীম আরা।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কালাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী কল্যাণ দিবস উদযাপন..
Keine Kommentare gefunden



















